গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহাপরিচালকের কার্যালয়
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাভার, ঢাকা
স্মারক নং- ৩৪.০৬.২৬৭২.০০০.৪৬.১৪০.২২- তারিখ : |
২৬ সেপ্টেম্বর ২০২২খ্রিষ্টাব্দ |
১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার ঢাকা এর
জন্য লোগো আহবানের সময় বর্ধিতকরণ
গত ২৪ আগস্ট ২০২২ খ্রি. তারিখ “দৈনিক আমাদের সময়” ও “দৈনিক যুগান্তর” পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের জন্য অনলাইনে (shnycbd@gmail.com) অথবা সরাসরি জমা দেয়ার জন্য একটি লোগো আহবান করা হয়। অন্যান্য শর্তাবলী অপরিবর্তীত রেখে লোগো জমা দেয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২খ্রি. এর পরিবর্তে ৩০ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
শাহাব উদ্দিন সরকার
উপপরিচালক(প্রশাসন ও অর্থ)
ফোন-০২-২২৪৪২৬০৬৮
০১৯১৪৮৩০০৩৩।